৳ ৫৫০ ৳ ৪৬৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বাংলাদেশ-ভারত উভয় পক্ষকেই স্মরণ রাখতে হবে, বাংলাদেশ-ভারত ঐতিহাসিক, ভৌগােলিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক হতে অবিচ্ছেদ্যভাবে জড়িত; যা দুই রাষ্ট্রের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির কিছু পর্যায় ও ক্ষেত্রে, অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থগুলােকে একটি অভিন্ন রূপ দিয়েছে এবং দুই রাষ্ট্রের বহুমুখী জাতীয় স্বার্থকে পরস্পরের সাথে গভীরভাবে সম্পৃক্ত করেছে। কারণ নানাবিধ ঐতিহাসিক, ভূ-রাজনৈতিক, আর্থ-সামাজিক, ধর্মীয়, মনস্তাত্ত্বিক, রণকৌশলগত সম্পর্ক স্বার্থ, সহযােগিতার ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের মধ্যকার অবস্থান, পরিস্থিতি, সম্পর্ক, স্বার্থ, সমস্যা, বিরােধ বিশ্বের অন্য সব রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের মতাে হাতে গােনা, কৌশলগত, সাময়িক নয় বরং চিরস্থায়ী, অবিচ্ছেদ্য, অসংখ্য ব্যাপক গভীরতর, বহুমুখী জটিলাকৃতির। যার প্রভাব দুই রাষ্ট্রের অভ্যন্তরীণ জাতীয় হতে দ্বিপক্ষীয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বৃহত্তর প্রেক্ষাপটে সুবিস্তৃত...। একাত্তরের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনার ভাবাদর্শ মানে নিছক উগ্র পাকিস্তান বিরােধীতা নয় তেমনি অযথাচিতভাবে ভারত প্রীতি বা তার দালালি করাও নয়। ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার' বা বীর বাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বহুল প্রচারিত এই স্লোগানটি সাধারণ দেশপ্রেমিকদের রক্তের ধমনীর গতিকে উত্তেজিত করে তােলে নিঃসন্দেহে। তবে তা যেন দেশ-জাতি-সমাজ গড়ার শান্তি ও অগ্রগতির জন্য হয়। যেকোন বহিঃ রাষ্ট্রশক্তি, জোট বা সংস্থার চাপ, হুমকি, আগ্রাসন, দখলদারিত্বের বিরুদ্ধে হয়। তা যেন কখনাে দেশকে অস্থিতিশীল বা জাতিকে বিভক্ত করার জন্য, ভাতৃঘাতী বিরােধ, বিদ্বেষ, সংঘাত সৃষ্টি বা বাধানাের জন্য, দেশকে ধ্বংস করার জন্য, দেশের সাধারণ মানুষের রক্ত ঝড়ানাের। জন্য না হয় এটাই সকলের প্রত্যাশা...
Title | : | বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত |
Author | : | আশিফুল ইসলাম জিন্নাহ |
Publisher | : | চমনপ্রকাশ |
ISBN | : | 9789849079736 |
Edition | : | 1st Published, 2015 |
Number of Pages | : | 432 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আশিফুল ইসলাম জিন্নাহ পুরান ঢাকার স্থানীয় সম্ভ্রান্ত ও স্বনামধন্য রাজনীতিবিদ আমিনুল ইসলাম জিন্নাহ সাহেবের একমাত্র সন্তান। ৪ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে তার জন্ম। পিতা মুক্তিযোদ্ধা ও ১৯৭৫-এ জগন্নাথ কলেজের ভিপি ছিলেন। মাতা আফিয়া খাতুন একজন গৃহিণী। মাতৃগর্ভে তিনমাস থাকাকালীন সময়ে তার বাবা ইন্তেকাল করেন। সে সময় থেকে তার মা'ই অনেক সংগ্রাম করে তাকে বড় করেছেন। শৈশবে তার বেড়ে ওঠা পুরান ঢাকাতেই। পরিবার ও পরিচিতদের কাছে 'ড্যানি' নামে পরিচিত। তিনি আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি (স্নাতক) করেছেন। সদা হাস্য উজ্জ্বল, বন্ধুপ্রিয় চমৎকার এই মানুষটি বর্তমানে তার মা এবং স্ত্রী- রাবেয়া আসিফ [অভি] ও একমাত্র পুত্র তাসিনুল ইসলাম জিন্নাহ্ [তাসিন] কে নিয়ে কাকরাইলে নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন। পেশাগতভাবে ব্যবসার সাথে জড়িত। তিনি ১৯৯০, ২০০৪, ২০১৪ সালে ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। ২০০০ সালে পবিত্র হজ্জব্রত পালন করেছেন। একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার সন্তান এবং ছাত্র রাজনীতির ঐতিহ্য সমৃদ্ধ ঢাকা কলেজের ছাত্র হিসেবে যেকোন ইতিহাস ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকার লেখা ও বই পড়ার প্রতি আগ্রহ ছিল বরাবরই। সেই অপরিসীম আগ্রহ, অনুপ্রেরণা, ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রম থেকেই তার এ সুবিশাল রচনাসম্ভারটির সৃষ্টি। তার মতে, ইতিহাস ও গবেষণাভিত্তিক গ্রন্থ রচিত হয় মানব মস্তিষ্কের বিবেক ও মননশীলতা থেকে। 'বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত' সৃষ্টি সম্ভারটি তারই এক দালিলিক প্রমাণ। আশা করি, এই বইটি পাঠকদের পাঠ তালিকায় এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধনে এক নতুন মাত্রা এনে দিবে। লেখক বর্তমানে বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিস্ময়কর সৃষ্টি 'বিদ্রোহী' কবিতার ঐতিহাসিক মূল্যায়নের ওপর গবেষণামূলক কাজ করছেন।
If you found any incorrect information please report us